প্রধান শিক্ষক

হাফেজ মাওলানা মুফতি দীদার মাহদী ( প্রধান শিক্ষক )

  • ফোন নম্বর: ০১৭২৭-২৭৫২০৪
  • প্রধান শিক্ষকের বাণী

    সকল প্রশংসা মহান আল্লাহ তা’য়ালার জন্য যিনি আমাদেরকে ঐশী জ্ঞানের মারকাজে কিছু খেদমত করার সুযোগ দিয়েছেন। দরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মদ সা. এর প্রতি ৷ সাথে সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা দারুলহুদার এই ইলমী কাননের আসর জমিয়ে আজ পরপারের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। ‘দারুলহুদা ফাউন্ডেশন’ কর্তৃক পরিচালিত দারুলহুদা মডেল মাদরাসা একটি আবাসিক ও অনাবাসিক আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। দেশের ত্রিমুখী শিক্ষাব্যবস্থার প্রেক্ষাপটে বিশ্বায়ন উপযোগী সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত হিফজ, জেনারেল ও ইসলামী শিক্ষার সমন্বিত একটি অবাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।

    আদর্শ জাতিগঠনের জন্য প্রয়োজন সত্যিকার ‘আদর্শ মা-বাবা’। তাই এ দেশের প্রত্যন্ত অঞ্চলের মুসলিম সমাজকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে সমাজে হাফিজ, আলিম, ফকীহ, মুহাদ্দিস তথা ইসলামী বিষয়ে বিশেষজ্ঞ তৈরী করাই এ প্রতিষ্ঠানের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে দারুলহুদা মডেল মাদরাসা এগিয়ে চলছে দুর্নিবার। দারুলহুদা পরিবারের রাহবার মাওলানা কামাল হোসাইনসহ যাদের প্রচেষ্টায় দারুলহুদা মডেল মাদরাসা বর্তমান অবস্থানে পৌঁছেছে দারুলহুদা ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকমন্ডলী, এলাকাবাসী ও আজীবন সদস্যবৃন্দ সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টাকে সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। আমিন ৷