মাদরাসা পরিচিতি

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

“কুনতুম খইরা উম্মাতিন উখরিজাত লিন্নাছি তা’মুরুনা বিল মা’রুফি ওয়াতান হাওনা আ’নিল মুনকার” (মানুষদের মধ্যে থেকে তোমাদেরকে উত্তম জাতি হিসেবে তৈরী করা হয়েছে, যাতে তোমরা লোকদেরকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করতে পারো। [ সূরা আলে ইমরান, ১১০] আধুনিক বিশ্বে মানব সভ্যতা যখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, সৃষ্টির সেরা জীব মানব জাতির নৈতিক অবক্ষয় যখন একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে, মানবীয় চরিত্র যখন হিংস্র জীবজন্তুর চরিত্রকেও হার মানাচ্ছে, নৈতিক অনাচার, সুদ, ঘুষ, ব্যাভিচারসহ নানাবিধ পাপের অন্ধকারে যখন সমাজ নিমজ্জিত হয়ে যাচ্ছে, ঠিক এমনই এক ক্রান্তিলগ্নে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায়, পাপ পংকিলতার ঘনঘোর আঁধার কেটে প্রশান্তিময় এক নতুন পৃথিবী গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে, এক ঐশী আলোর মশাল হাতে, ইসলামের সোনালী যুগের ঝান্ডা বুকে ধারণ করে মহান রবের এই সবুজ জমিনে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় ২০২০ সালে পথ চলা শুরু করেছে “দারুলহুদা মডেল মাদরাসা”।

লক্ষ্য ও উদ্দেশ্যঃ
মহান আল্লাহর এই জমিনে তারই প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের উপযোগী সৎ, সাহসী, অনুগত, দূরদর্শী, কুরআনের রঙ্গে রঞ্জিত ও দ্বীনি আমল আখলাকের অনুসারি একদল লোক তৈরীর মাধ্যমে জাহিলিয়াতের অন্ধকার দূরীভূত করে ইসলামের গৌরবময় সোনালী যুগের আবির্ভাব ঘটিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই এই প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।

আমাদের স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যঃ
দারুলহুদা মডেল মাদরাসা গতানুগতিক কোন শিক্ষা প্রতিষ্ঠান নয়। নতুন প্রজন্মসহ সর্বপর্যায়ের মানুষের জন্য বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে দারুলহুদা মডেল মাদরাসা।

  1. মনোরম পরিবেশে নিজস্ব জমির উপর প্রতিষ্ঠিত সুবিস্তৃত ও কোলাহলমুক্ত ক্যাম্পাস।
  2. সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান।
  3. লাইভ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের ব্যবস্থা।
  4. একই সাথে হিফজুল কুরআন, জেনারেল শিক্ষা ও মাদরাসা শিক্ষার সমন্বিত যুগোপযোগী সিলেবাস।
  5. বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রীপ্রাপ্ত এক ঝাঁক আদর্শ, মেধাবী ও পরিশ্রমী শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান।
  6. সৌদি আরব, মিশর ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা ৷
  7. প্রতিদিনের ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করানোর ব্যবস্থা।
  8. সার্বক্ষণিক বিদ্যুৎ, জেনারেটর ও সৌর বিদ্যুতের সু-ব্যাবস্থা।
  9. আন্তর্জাতিক মানের হিফজ বিভাগ ও ইয়াতিমদের জন্য বিশেষ ব্যবস্থা।
  10. ছাত্র-ছাত্রীদের বিনোদনের জন্য মিনি শিশুপার্কের ব্যবস্থা।
  11. সমৃদ্ধ পাঠাগার ও কম্পিউটার ল্যাবে ছাত্র-ছাত্রীদের টেকনোলজিক্যাল প্রশিক্ষণের ব্যবস্থা।
  12. গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা।
  13. দূরদূরান্তের ছাত্র-ছাত্রীদের জন্য পরিবহনের ব্যবস্থা।
  14. সুন্দর হাতের লেখার জন্য ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক দ্বারা স্পেশাল কেয়ার।
  15. দুর্বল মেধার অধিকারী ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ ব্যাচের ব্যবস্থা।
  16. মেধাবিকাশে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য করে গড়ে তোলা।
  17. প্রতিটি স্তরে অর্থসহ বিষয়ভিত্তিক আয়াত ও হাদিস শেখানোর বিশেষ ব্যবস্থা।
  18. সাপ্তাহিক কালচারাল প্রোগ্রাম এবং ইংরেজি ও আরবি ভাষায় অনর্গল কথা বলার জন্য ল্যাঙ্গুয়েজ ক্লাব।

একাডেমিক কোর্স সমূহঃ

  1. নূরানী বিভাগ [প্লে-তৃতীয়]
  2. জেনারেল বিভাগ [ইবতেদায়ী চতুর্থ-দাখিল দশম]
  3. হিফজুল কুরআন বিভাগ

পাঠদান বিষয়ক তথ্যঃ

  • শিক্ষার মাধ্যম: বাংলা, আরবি ও ইংরেজি।
  • মাল্টিমিডিয়া ক্লাসরুম।
  • শিক্ষাবর্ষঃ জানুয়ারি হতে ডিসেম্বর পর্যন্ত/ শাওয়াল হতে রমাদান।

সিলেবাস বন্টনঃ

  • ক) ১ম সাময়িকঃ ৪০ ভাগ সিলেবাস অন্তর্ভুক্ত।
  • খ) দ্বিতীয় সাময়িকঃ ৪০ ভাগ সিলেবাস অন্তর্ভুক্ত।
  • গ) অবশিষ্ট ২০ ভাগসহ সম্পূর্ণ সিলেবাস।

পাঠদান কৌশলঃ

  • শিক্ষকগণ ক্লাস শুরুর আগেই পাঠ পরিকল্পনা সম্পন্ন করবেন।
  • শ্রেণিকক্ষেই পাঠদান ও পাঠ আদায়করণ।
  • নিয়মিত হোম ওয়ার্ক (HW) প্রদান ও গ্রহণ।
  • নিয়মিত ডায়রিতে অভিভাবকের স্বাক্ষর ও মন্তব্য মূল্যায়ন।
  • মাসিক পরীক্ষার নম্বর সাময়িক ও ফাইনাল পরীক্ষার সাথে মূল্যায়ন।
  • ক্লাস পরীক্ষা (CT) ও মাসিক পরীক্ষার (MT) প্রোগ্রেস রিপোর্ট প্রদান এবং তা অভিভাবকদের প্রদান ও মন্তব্য গ্রহণ।

আল কুরআন ও আল- হাদিস শিক্ষাঃ
দারুলহুদা মডেল মাদরাসার সকল শিক্ষার্থীকে আল কুরআনের একটা নির্দিষ্ট অংশ হিফয এবং এর পাশাপাশি বিষয়ভিত্তিক হাদিস মুখস্থ করানো।

পাঠাগারঃ
শিক্ষার্থীদের চাহিদা, শিক্ষক এবং গবেষকদের গবেষণার জন্য একটি সমৃদ্ধ পাঠাগার ব্যবস্থা।

সিলেবাসঃ
বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাসের পাশাপাশি আমাদের রয়েছে সহপাঠ্যক্রম (Extra-Curriculam) সিলেবাস প্রণয়ন ও অনুসরণ।

ভাষা শিক্ষাঃ
শিক্ষার্থীদের বিশুদ্ধ বাংলা ভাষা শেখানোর পাশাপাশি আরবি এবং ইংরেজি ভাষায় দক্ষতা তৈরি।

শিক্ষকমন্ডলীঃ
দেশ ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রিপ্রাপ্ত, প্রতিষ্ঠানের নিজস্ব পদ্ধতিতে প্রশিক্ষিত, বিশুদ্ধ বাংলা, আরবি ও ইংরেজি ভাষায় দক্ষ, নৈতিক ও চারিত্রিক মানসম্পন্ন শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান।

কম্পিউটার ল্যাবঃ
শিক্ষার্থীদের প্রযুক্তির জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সমৃদ্ধ কম্পিউটার ল্যাবে নিয়মিত কম্পিউটার চর্চার ব্যবস্থা।

শিক্ষার মানোন্নয়নে দারুলহুদা মডেল মাদরাসার কার্যক্রমঃ

  1. অভিভাবক সমাবেশঃ মাদরাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের মানোন্নয়নে অভিভাবকদের অংশগ্রহণে অভিভাবক সমাবেশের আয়োজন। এছাড়াও প্রত্যেক মাসের শেষ শনিবার ‘ফ্যামিলি ডে’ হিসাবে উদযাপিত হয়।
  2. ছাত্রদের ব্যক্তিগত প্রতিবেদন সংরক্ষণ: প্রতিষ্ঠানের ডায়েরিতে শিক্ষার্থীদের নিয়মিত ব্যক্তিগত প্রতিবেদন তৈরি করা হয়, যা সেমিস্টার শেষে মূল্যায়ন করা হয়।
  3. আমল-আখলাক মূল্যায়ন: প্রত্যেক সেমিস্টার শেষে ছাত্রদের সার্বিক আমল-আখলাক, প্রতিষ্ঠানের নিয়ম-কানুন, শৃঙ্খলাবোধ শিক্ষকদের সমন্বেয় গঠিত বোর্ড কর্তৃক মূল্যায়নের ব্যবস্থা।
  4. একাডেমিক ক্যালেন্ডার। সারা বছরের কার্যক্রম সংবলিত একটি ক্যালেন্ডার রয়েছে। যা অনুসরণ করে সারা বছরের কার্যক্রম পরিচালনা করা হয়।
  5. শিক্ষক প্রশিক্ষণ : মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য যুগোপযোগী পদ্ধতিতে নির্দিষ্ট ব্যবস্থাপনায় সম্মানিত শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা।
  6. বৃত্তি ও পুরস্কার: চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ভাগে পুরস্কার প্রদান। গরিব ও মেধাবী ছাত্রদের বিশেষ বৃত্তি প্রদান। বোর্ড পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের বিশেষ বৃত্তির ব্যবস্থা।

শিশু মনন বিকাশে দারুলহুদা মডেল মাদরাসার আয়োজনঃ

সাপ্তাহিক কালচারাল ডেঃ

  1. তিলাওয়াত মাশক
  2. সংগীত চর্চা
  3. উপস্থিত বক্তৃতা
  4. আরবি, ইংরেজি ভাষায় কথোপকথন/ বিতর্ক
  5. শুদ্ধ বাংলায় কথা বলা
  6. সাধারণ জ্ঞান
  7. আবৃত্তি
  8. হাতের লেখা
  9. আঁকাআঁকি/ ক্যালিওগ্রাফি

মাসিক ফ্যামিলি ডেঃ

  1. প্রত্যেক মাসের শেষ শনিবার ফ্যামিলি ডে’র আয়োজন
  2. সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
  3. সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রতিযোগিতা
  4. কিরাত (কুরআন তিলাওয়াত)
  5. হামদ ও নাত
  6. ইসলামি সংগীত

বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক আয়োজনঃ

  1. শিক্ষা সফরের আয়োজন
  2. সাংস্কৃতিক অনুষ্ঠান
  3. সাংস্কৃতিক প্রতিযোগিতা
  4. ক্রীড়া প্রতিযোগিতা
  5. পুরস্কার বিতরণী অনুষ্ঠান
  6. ধর্মীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিবসে আলোচনার আয়োজন
  7. আল-কুরআন ও আল- হাদিস এ্যাওয়ার্ড

প্রতিভা বিকাশে দারুলহুদা মডেল মাদরাসার বিশেষ কার্যক্রমঃ

  1. ল্যাংগুয়েজ ক্লাব (আরবি ও ইংরেজি)
  2. সাইন্স ফেয়ার
  3. স্পোর্টস ও হেলথ ক্লাব
  4. আরবি, ইংরেজি ও বাংলাবিদ তৈরী
  5. সুন্দর, বিশুদ্ধ এবং দ্রুত আরবি বাংলা ও ইংরেজি হস্তাক্ষর লিখন
  6. প্রতি মাসে আউটিং (স্টাডি ট্যুর)
  7. কিরাত প্রতিযোগিতা (দেশ বরেণ্য ক্বারিদের অংশগ্রহণে ও পরামর্শে)
  8. বিশ্ব কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নার্সিং
  9. প্রতি বৃহস্পতিবার সাংস্কৃতিক আয়োজন : তেলাওয়াত, ইসলামি গান, কবিতা আবৃত্তি, সাধারন জ্ঞান প্রতিযোগিতা, খেলাধুলা এবং নসিহত মূলক আলোচনা।
  10. আরবি এবং ইংরেজি ভাষায় খুৎবা প্রদানে অভ্যস্ত করা
  11. সনদসহ হাদিস মুখস্তকরণ প্রতিযোগিতা
  12. বিষয়ভিত্তিক লেকচার আয়োজন
  13. অভিভাবকদের উপস্থিতিতে বিশেষ লেকচার ও প্রশ্নোত্তর (দেশ বরেণ্য আলেমদের অংশগ্রহণে)
  14. নিয়মিত দেয়ালিকা, বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড (স্টুডেন্ট অব দ্যা ইয়ার, স্টুডেন্ট অব দ্যা ক্লাস)
  15. অভিভাবকদের পরামর্শ গ্রহণ (লিখিত ও মৌখিক)
  16. কম্পিউটার ল্যাব
  17. সকল ছাত্রের কুরআনের বিশেষ বিশেষ সুরা ও অংশ হিফয করণ বাধ্যতামূলক
  18. সম্পূর্ণ মাদরাসা সি সি ক্যামেরায় পর্যবেক্ষণ
  19. দুর্বল ছাত্রদের বাছাই করে গাইড প্রদান
  20. আধুনিক গবেষণার সমন্বয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়ন
  21. নিয়মিত ডায়েরির মাধ্যমে পাঠদান (অভিভাবকের স্বাক্ষরসহ)

শৃঙ্খলা সংক্রান্ত তথ্যঃ

১. ক্লাস:

  • পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতে হবে।
  • নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে আসতে হবে।
  • যথা সময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে।
  • বিলম্ব হলে অবশ্যই ফোনে কর্তৃপক্ষকে পূর্বেই জানাতে হবে। পরবর্তীতে বিলম্বের কারণ নির্দিষ্ট ফরমে উল্লেখ করে জমা দিতে হবে।

২. উপস্থিতি ও ছুটি:

  • ৯০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকতে হবে। অন্যথায় নির্দিষ্ট হারে নম্বর কাটা যাবে এবং জরিমানা প্রদান করতে হবে।
  • অসুস্থতা কিংবা বিশেষ কোন কারণে অনুপস্থিত থাকলে নির্দিষ্ট ফরমে লিখিতভাবে ছুটি মঞ্জুর করাতে হবে।
  • পরিচয়পত্র। সকল ছাত্রকে মাদরাসার নির্ধারিত পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
  • আচরণ: শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সহপাঠী এবং অভিভাবকদের সাথে ছাত্রদের আচরণ হতে হবে ভদ্র, মার্জিত এবং সম্মানজনক।
  • ইলেকট্রনিক ডিভাইস: কোন ছাত্রের কাছে ইলেকট্রনিক কোন ডিভাইস থাকতে পারবে না।

প্রতিষ্ঠানের ইউনিফর্মঃ

  • ছেলেঃ নেভি ব্লু এরাবিয়ান জুব্বা, পায়জামা, হোয়াইট গোল টুপি ও কালো কেডস।
  • মেয়েঃ দ্বিতীয় শ্রেণি পর্যন্ত নেভি ব্লু ফ্রক, হিজাব ও সাদা পায়জামা ৷ নেভিব্লু পাইপেন ৷ তৃতীয় থেকে কালো বোরকা ৷

ভর্তি সংক্রান্ত তথ্যঃ

  • অনলাইনে ভর্তি বিজ্ঞপ্তি প্রদান করা হবে।
  • মাদরাসার অফিস থেকেও তথ্য সংগ্রহ করা যাবে।

ভর্তি পরীক্ষার ধরনঃ

  • ক) লিখিত-১০০
  • খ) মৌখিক ২০